রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ি জেলা রাঙামাটিতেও ঝেঁকে বসছে শীত। দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫শত গরীব ও অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেছেন রাঙামাটি জেলা বিএনপি। শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি বাবুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, মহিলা সম্পাদিকা শাহিদা আক্তার এবং জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে অসহায় ও ছিন্নমূল মানুষকে ৫ হাজার কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছেন। এর ন্যায় আজকেও ৫ শ শীর্তাত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শুধু বিএনপি কেনো,এই সমাজে যারা বিত্তশালী আছে তাদেরও শীর্তাত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।