• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি গ্রহণ করলো ন্যাশনাল ব্যাংক

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি গ্রহণ করলো ন্যাশনাল ব্যাংক

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত “বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪”-এ “শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪” হিসেবে স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকার বাংলামোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর হাতে “শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪” এর ক্রেস্ট তুলে দেন রায়হানুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি মধুসূদন সাহা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু পুরস্কার প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্বীকৃতি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের। তিনি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রেমিট্যান্স গ্রহণের পথিকৃত হিসেবে ন্যাশনাল ব্যাংক ১৯৯৪ সালে ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স আনার কার্যক্রম শুরু করে। তিনি আরও বলেন, “ন্যাশনাল ব্যাংকের এই সাফল্যের গল্প প্রমাণ করে, সুযোগ্য নেতৃত্ব এবং প্রযুক্তি ও মানবসম্পদে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে কীভাবে পরিবর্তন আনা সম্ভব। রেমিট্যান্সের ক্রমবর্ধমান চাহিদায় ন্যাশনাল ব্যাংক তার উৎকর্ষতা এবং অগ্রগতির প্রতিশ্রুতি অটুট রেখেছে।”

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, রেমিট্যান্স সংগ্রহের জন্য ন্যাশনাল ব্যাংকের সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান এবং গ্রিসসহ বিভিন্ন দেশে সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। তবে ভবিষ্যতে আরও বেশি রেমিট্যান্স সংগ্রহের লক্ষ্য রয়েছে। সাম্প্রতিক ডলার সংকটের কারণে শিল্পে কাঁচামাল ও জ্বালানির আমদানি ব্যাহত হচ্ছে। তবে জরুরী পণ্য ও কাঁচামালের নিয়মিত আমদানি নিশ্চিত করতে আমরা রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করছি। তিনি আরও বলেন, “ন্যাশনাল ব্যাংকে আমাদের লক্ষ্য স্পষ্ট: গ্রাহক সন্তুষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং নিবেদিত কর্মীবাহিনীকে অগ্রাধিকার দিয়ে রেমিট্যান্স সেবায় শীর্ষস্থান অর্জন করা। আমরা শুধু অর্থ স্থানান্তর করছি না; আমরা মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের সেতুবন্ধন গড়ে তুলছি।”

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031