• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করায় সচিবালয়ের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪
সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করায় সচিবালয়ের সামনে বিক্ষোভ

বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার (অ্যাক্রিডিটেশন কার্ড) বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে একটি বিপ্লবী পরিবার।

শনিবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ের সামনে তারা এই প্রতিবা কর্মসূচি ও বিক্ষোভ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার তার দুই শিশুকে নিয়ে জাতীয় প্রেসক্লাব এবং সচিবালয়ের সামনে প্রতিবাদী বক্তব্য দেন।

তিনি সচিবালয়ে সাংবাদিকদের কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। আগুন কারা কী কারণে দিয়েছে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে প্রকৃত সত্য উদঘাটনের দাবিও জানান তিনি। প্রকৃত সত্য উদঘাটনের বদলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (Digital Access Control System) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।

এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031