• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সাজগোজ-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
সাজগোজ-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু

বাংলাদেশের শীর্ষস্থানীয় পার্সোনাল কেয়ার ও বিউটি রিটেইলার প্রতিষ্ঠান সাজগোজ-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনে নববধূদের জন্য এক্সক্লুসিভ ডিল ও গিফটস থাকবে, যা বিয়ের আমেজকে আরও জাঁকজমক করে তুলবে।

বিয়ের ব্যস্ত সময়কে ঝামেলামুক্ত ও সুন্দর করে তুলতে সাজগোজ দিচ্ছে ব্রাইডাল মেকআপ ও ওয়েডিং গিফট বান্ডেলে ৫০% পর্যন্ত ছাড়! লাক্সারিয়াস লিপস্টিক, ভাইব্রেন্ট আইশ্যাডো প্যালেট, স্কিনকেয়ার প্রোডাক্টসহ বিভিন্ন প্রোডাক্ট কিনলে এই বিশেষ অফার পাওয়া যাবে। এছাড়া, ক্যাম্পেইনের প্রথম দিনে ৩,০০০ টাকার বেশি কেনাকাটা করলে থাকবে একটি ফ্রি লিপস্টিক জেতার সুযোগ।

এ প্রসঙ্গে, সাজগোজ-এর সিওও সিনথিয়া শারমিন ইসলাম বলেন,“বিয়ে মানেই ভালোবাসা ও জীবন পরিবর্তনের উদযাপন। আর কাস্টমারদের এই বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে পেরে আমরা আনন্দিত। সেই সাথে আমাদের ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইনে আমরা অথেন্টিক, হাই-কোয়ালিটির প্রোডাক্ট এবং বিভিন্ন এক্সক্লুসিভ অফারস দিচ্ছি, যাতে করে প্রতিটি নববধূর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর সব অতিথিরা যেন উদযাপনের আমেজ উপভোগ করতে পারে।”

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সাজগোজ-এর ওয়েবসাইট অথবা নিকটবর্তী যেকোন আউটলেট। এক্সক্লুসিভ আপডেট ও ওয়েডিং বিউটি টিপস পেতে সাজগোজ-এর সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031