গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ দিনাজপুর
বৃহস্পতিবার বিকেল ৫ টায় বীরগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে স্থানীয় শালবন কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর আয়োজনে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী মামুন আাশাবাদ ব্যক্ত করে বলেন খুব শিঘ্রই দেশে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেউ দলের শৃংখলা ভঙ্গ করবেন না, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনা মেনে চলুন, আগামীতে দেশ পরিচালনার জন্য বিএনপি’র কর্মকান্ড গতিশীল করতে আন্তরিক থাকুন।
নিজেদেরকে সকল প্রকার ষড়যন্ত্র মুকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন আমাদের মানবিক নেত্রী দেশমাতা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য প্রান খুলে দোয়া করেন।
বিশেষ অতিথি সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম প্রধান ও জেলা বিএনপির সদস্য আক্কাস আলী উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে যুবদল সভাপতি আসাদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সহ-সভাপতি মেহেদি হাসান মেহেদী সাবেক কাউন্সিলর, শ্রমিক দল নেতা মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সুজন আলী।
বক্তাগণ দেশমাতা বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী, সংগ্রামী আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ জনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাহিরে আছেন।
তাঁর আশু রোগমুক্তি ও চিকিৎসা শেষে দ্রুত দেশবাসীর মাঝে ফিরে এসে বলিষ্ঠ কণ্ঠে জনগণের অধিকার আদায়ে কাজ করার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়।
আয়োজিত দোয়া মাহফিলে দিনাজপুর-১ আসনে দুই উপজেলার ১৭ ইউনিয়ন এবং ১টি পৌরসভার জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩ হাজারের বেশী নেতাকর্মী সমর্থক শতস্ফুর্ত অংশ নিতে দেখা গেছে।