সাভারে যুব নারীর নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন,নারীর অধিকার প্রতিষ্ঠায় ও নারীর উন্নয়নে কাজ করছে ওয়াইডাব্লিউসিএ কর্তৃক বাস্তবায়িত রাইজ আপ প্রকল্প।
আজ বৃহস্পতিবার (১৬/০১/২০২৫) সংস্থার নিজস্ব কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সিবিও ,এনজিও প্রতিনিধি ও যুব নারীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তাদের এ কার্যক্রম তুলে ধরেন।
ওয়াইডাব্লিউসিএ সাভার’র সাধারন সম্পাদক এ্যানজেলা সুইটি মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে.এম.শহীদুজ্জামান, বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন এর সাধারন সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ, এ্যাবাক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাসনাইন জিসান,অ্যাডভোকেট ফারহান ইসলাম, কারিতাসের ফরিদ আহমেদ খান,টিআইবির এরিয়া ম্যানেজার রাশিদুজ্জামান লিটন প্রমুখ।
অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে বাংলাদেশ সহ মোট ৯ টি দেশের যুব নারীদের নিয়ে কাজ করছে রাইজ আপ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১৮-৩০ বছর বয়সী ৬০০০ যুব নারীদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন প্রশিক্ষন ও দক্ষতা উন্নয়ন কার্য়ক্রম পরিচালিত হচ্ছে ।
সকল জড়তা, ভীরুতা ও পিছুটানকে উপেক্ষা করে আগামীতে সম্মুখে এগিয়ে যাবে বাংলাদেশের সকল যুব নারী। বিশ্ব নেতৃত্বে স্থান করে নিবে তাদের কেউ কেউ এমনটাই প্রত্যাশা বাস্তবায়নকারী সংস্থাটির। তবে ২০৩৫ সালের মধ্যে ১০ লক্ষ যুব নারী এবং কন্যাশিশু, পরিবার এবং সমাজের ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনার মাধ্যমে ন্যায় বিচার,নারী পুরুষের সমমর্য়াদা,যুদ্ধ ও নির্য়িাতনমুক্ত পৃথিবী গড়তে সকলকে অর্ন্তভুক্ত করার পরিকল্পনা আছে ওয়াইডাব্লিউসিএ’র।