• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে ০৫(পাঁচ) জন দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫
সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে ০৫(পাঁচ) জন দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

বায়েজিদ বোস্তামী থানার এসআই(নিঃ)/সুমন বড়ুয়া শাপলা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০১/২০২৫ ইং তারিখ ০৩.৪৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন চা বোর্ডের বিপরীতে রাস্তার পাশে নির্জন স্থানে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। মোঃ জীবন (২২), ২। মোঃ আলাউদ্দিন (৩৩), ৩। মোঃ হাসান (২১), ৪। মোঃ রাফসান আহম্মদ প্রঃ বুলবুল (২০), ৫। মোঃ সেলিম (২২), দেরকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি স্টিলের তৈরী সেভেন গিয়ার ছোরা, ১টি স্টিলের ছোরা ১টি স্টিলের তৈরী ছোরা, ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা, ১ টি সিএনজি যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১২-০২৬৬ ও ০৪টি বিভিন্ন সাইজের লোহার রড উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত আসামীরা অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এরই প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২৬, তাং-২৪/০১/২০২৫ইং ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। এছাড়াও আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031