কয়রা, খুলনা প্রতিনিধিঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবীতে কয়রায় কাশিয়াবাদ ফরেস্ট অফিস সংলগ্ন সুতি বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৯ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১ টায় কয়রা উপজেলার সুতির বাজার এলাকায় সুন্দরবন সুরক্ষা আন্দোলন কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম আবদুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক মহসিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, ইউপি সদস্য আবু সাইদ, বনজীবী জেলে ইমান আলী, মৌয়াল আলাউদ্দীন প্রমুখ।