রবিবার (০৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সূত্রাপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (লালবাগ) বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে আমরা জনগণকে তাদের কাঙ্খিত সেবা দিতে চাই। একটি অপরাধমুক্ত সমাজ গড়তে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের ক্ষেত্রে পারিবারিক শাসন ব্যবস্থাই হচ্ছে সর্বোত্তম পন্তা। পুলিশ এই অপরাধগুলো দমন করতে গেলে তাদেরকে আইনের আওতায় আনা ছাড়া কোন উপায় থাকে না। এই সকল অপরাধে আপনাদের সন্তানরা যেনো জড়িয়ে না পরে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, আপনারা মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও সুত্রাপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় লালবাগ বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।