আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ ও ‘সিসিপিআইটি টেক্স চায়না’ এর আয়োজনে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এর শীতকালীন সংস্করণ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি
২২ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে আগামী ১৫-১৮ জানুয়ারি, চার দিনব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে *২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ – উইনটার এডিশন এবং ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫।
৬ জানুয়ারি ২০২৫, সোমবার রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনী আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। *সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সিসিপিআইটি টেক্স এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ও ডিরেক্টর চেন বো, চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগদান করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার এবং সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।
উল্লেখ্য, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে ১৫-১৮ জানুয়ারি, ২০২৫ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। *প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করবে। এছাড়া, প্রদর্শনী চলাকালীন ৩টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।