রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ।
আজ রবিবার (০৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ৩:২০ ঘটিকায় ভাষানটেক থানাধীন দেওয়ানপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
ভাষানটেক থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা ৩:২০ ঘটিকায় ঘটনাস্থল থেকে একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করে ভাষানটেক থানা পুলিশ। উদ্ধারের পর দেখা যায় ১১টি চার্জারে ১০ রাউন্ড করে ৪১০ রাউন্ড গুলি, ১২টি চার্জারে ৯৬ রাউন্ড গুলি, চার্জার ছাড়া ৬৪ রাউন্ড গুলি এবং ভাঙ্গা গুলি ৪ রাউন্ড।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।