• ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৬ হিজরি

ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি হবে বাংলাদেশের প্রথম স্কীল ফোকাস্ড ইউনিভার্সিটি-ড. মোঃ সবুর খান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি হবে বাংলাদেশের প্রথম স্কীল ফোকাস্ড ইউনিভার্সিটি-ড. মোঃ সবুর খান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আজ ২৫ জানুয়ারি ২০২৫ (শনিবার) বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সের উর্ধ্বতন সহকারি পরিচালক অমিত কুমার চক্রবর্তীর সঞ্চালন্য় অনুষ্ঠানে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. লিজা শারমিন, রেজিস্ট্রার প্রফেসর ড. নাদির বিন আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

দিনব্যপী আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, কেক কাটা, মানব লগো তৈরী, খেলাধূলা, ফান ইভেন্টস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের থিম সঙ এর নৃত্যনাট্য পরিবেশনা। অনুষ্ঠান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সাজানো হয় বর্নিল সাজে। শীতের প্রচন্ড কুয়াশা উপেক্ষা করে ২২ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা বর্ণিলসাজে সজ্জিত হয়ে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত উন্নয়নের ধারায় সন্তুষ্টি প্রকাশ করে ড. মোঃ সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হবে বাংলাদেশের প্রথম স্কীল ফোকাসড ইউনিভার্সিটি এবং এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও বেকার থাকেবেনা, দু-একজন বেকার থাকলেও যারা উদ্যোক্তা হিসেবে তৈরী হবে তারা তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অন্যান্য প্রযুক্তিতে অমাদের শিক্ষার্থীদের টএমনভাবে দক্ষ করে তুলতে চাই যাতে তারা বাংলাদেশ তথা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে।
তিনি বলেন, আমরা প্রতিনিয়ত কাজ করছি শুধু বিশ্ববিদ্যালয়ের সেীন্দর্য্যরে জন্য নয় বরং আমরা আমাদের নৈতিকতাকেও জাগ্রত করতে চাচ্ছি। শিক্ষার্থীদের কল্যানের জন্য বিগত জুলাই-আগস্ট বিপ্লবের পরবিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের ৩১ কোটি টাকার বৃত্তি প্রদান করা হয়েছে যা প্রতিটি শিক্ষার্থী কমবেশী পেয়েছে।

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বর‌্যাংকিং এর সবকটি সূচকেই মর্যাদাপূর্ন অবস্থান ধরে রেখেছে এবং আগামী দিনেও এ বিশ্ববিদ্যালয় আরো অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরো বলেন, প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী, শিক্সক কর্মকর্তা ও কর্মচারীর এ বিশ্ববিদ্যালয়। সংখ্যায় আমরা অসংক্য হলেও সম্মিলিতভাবে আমরা একক এবং আমরা সবাই ড্যাফোডিলিয়ান।

কেক কাটার মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিবার্সিটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর  উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।