• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতন প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪
বন্যার্তদের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতন প্রদান

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা একদিনের বেতন বাবদ মোট ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকার চেক জমা দিয়েছে।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ছয়টি চেক উপদেষ্টা মোঃ. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের জন্য দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আজ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এর নিকট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031