• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শফিক মিয়ার ঘর মেরামত করে দিল প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০
শফিক মিয়ার ঘর মেরামত করে দিল প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ

“পাশে আছি নির্ভয়ে অসহায়ের জন্য আমরা” এই স্লোগানকে সামনে রেখে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ (সমাই বাজার) এর উদ্যোগে জাঙ্গাঁলীয়া গ্রামে সংগঠনের নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থ শফিক মিয়ার পরিবারের পুরাতন ঘর টি পুনরায় মেরামত করে দেওয়া হয়। ১৪/০৯/২০২০ইং সোমবার সকাল ১০টায় নতুন ঘরের উদ্বোধন করা হয়।

জানা যায়, দীর্ঘদিন দুঃর্বিসহ জীবন যাপন করছিল সাগরনাল ইউনিয়নের সমাই বাজার এর (শফিক মিয়ার) পরিবার। পুরাতন ঘর টি ব্যবহার করার উপযোগী ছিলো না, বৃষ্টি ও ঠাণ্ডায় অসহায়ভাবে পরিবার টি দিন কাটাচ্ছিল।
বর্তমানে পরিবার টির আর্থিক আয় না থাকার কারনে তাদের নিজের ঘরটি পুনরায় মেরামত করতে পারে নি। তাদের এমন মানবেতর জীবন দৃষ্টিগোচর হয় স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা ও সদস্যদের। তখনই সিন্ধান্ত হয় প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ এই পরিবারের পুরাতন ঘরটি মেরামত করে দিবে।

মেরামতের পর ঘরের চিত্র

মেরামত কাজ শেষে সোমবার সকাল ১০টার দিকে সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউ/পি সদস্য, মোঃ আব্দুস শহীদ আব্দুল্লাহ্, সংগঠনের উপদেষ্টা, মোঃ মাতাবুর রহমান, মোঃ মক্তদির আলী, মোঃ নজরুল ইসলাম নয়ন, মোঃ আব্দুছ ছালাম, মোঃ মখলিছ মিয়া। সহ-প্রচার সম্পাদক, মোঃ সুহাগ আহমেদ সাগর ও সংগঠনের সদস্যবৃন্দ।

এ বিষয় সংগঠনের উপদেষ্টাগন বলেন, প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ, পথশিশুর জীবনমান উন্নয়নে, পথবাসিকে গৃহবাসিতে পরিণত করা, এবং পরিবেশকে সবুজ রাখার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে, তারই অংশ হিসেবে আজ গৃহহীন পরিবারকে একটি ঘর মেরামত করে দিয়েছে। তারা মানবতার এই মিছিলে সমাজের সবাইকে আসার আহ্বান করছেন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031