রিপোর্ট: রাজীব-তাজ
রাজধানী ঢাকার অভিজাত এলাকা বনানীর ১১ নং রোডে হাকাম টাওয়ারের নীচ তলায় আজ ৮ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল কেএফসি। কেএফসি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আউটলেটের শুভ উদ্ধোধন ঘটে। দুপুর থেকেই কেএফসি প্রেমীদের পদচারণায় মুখর হয় আউটলেটটি। বিখ্যাত ফ্রায়েড চিকেন সহ মুখরোচক সব নিয়মিত আইটেম এই আউটলেটে পাওয়া যাচ্ছে। কিছু কিছু কম্বো প্যাকেজে ডিসকাউন্ট অফার রয়েছে। ৪০ জন একত্রে এই নব্য আউটলেটে বসতে পারবে। ঠিকানা- হাকাম টাওয়ার, নীচ তলা, প্লট- ৯৮, রোড-১১, বনানী, ঢাকা।