বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম আজ বুধবার, ২৫ ডিসেম্বর দুপুর ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব ড. ফারহিনা আহমেদ।
আজ পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, রফিকুল ইসলাম ছিলেন সদালাপী, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তিনি চলতি বছরের জুলাই মাসে বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোকাহত।
উপদেষ্টা ও সচিব মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মৃত্যুকালে বিসিসিটির এমডি রফিকুল ইসলাম স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। ১৮তম বিসিএস এর সদস্য হিসেবে ১৯৯৯ সালে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।