• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২ হাজার পঁচিশ শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :

কালিহাতীতে শুরু হলো বহুল প্রতীক্ষিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২ হাজার পঁচিশ । একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা হলরুমের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার আছাদুজ্জামান , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আশরাফ আলী, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন পণ্ডিত, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সহ-সভাপতি মাসুদুল আলম সিদ্দিকী স্বপন ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকার এবং কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন ও সাধারণ সম্পাদক বাদশা। অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ:
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সংগঠনগুলো। অংশগ্রহণকারী দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে:

“ক” গ্রুপ
বল্লা ইউনিয়ন পরিষদ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ
ন্যাশনাল ব্যাংক পিএলসি।

“খ” গ্রুপ
ফায়ার সার্ভিস, পাইকড়া ইউনিয়ন পরিষদ, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ

“গ” গ্রুপ
পারখী ইউনিয়ন পরিষদ, কালিহাতী থানা, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদ

“ঘ” গ্রুপ
উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা কৃষি অফিস, বাংড়া ইউনিয়ন পরিষদ
“ঙ” গ্রুপ
সল্লা ইউনিয়ন পরিষদ, দশকিয়া ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী

“চ” গ্রুপ
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, আনসার ব্যাটালিয়ন, কালিহাতী পৌরসভা

“ছ” গ্রুপ
নাগবাড়ী ইউনিয়ন পরিষদ, এলেঙ্গা পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

“জ” গ্রুপ
নারান্দিয়া ইউনিয়ন পরিষদ, কোকডহরা ইউনিয়ন পরিষদ, সহদেবপুর ইউনিয়ন পরিষদ

উদ্বোধনী বক্তৃতা:
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের টুর্নামেন্ট শুধু ক্রীড়া চর্চার মাধ্যমেই নয়, বরং সমাজে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস:
টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকাবাসী এবং ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত।

এই টুর্নামেন্টের খেলা চলবে কয়েকদিন ধরে এবং প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। আয়োজকদের মতে, বিজয়ী দলকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031