রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত উদয়ন ডেন্টাল কলেজ সফলতার সাথে ১৫ বছর ধরে
দ্বন্ত চিকিৎসক তৈরির কাজ করে চলেছেন। এখান থেকে প্রতিবছর বিডি এস চিকিৎসক বের হয়ে দেশ বিদেশে সফলতার সাথে দন্ত সেবা প্রদান করছে। বিডিএস কোর্স ৫ বছর শেষে আরো এক বছর ইন্টার্নশিপ শেষ করে সবাই দাঁতের বিএমডিসি স্বীকৃত দন্ত চিকিৎসক হন। রাজশাহীর বাঘা উপজেলার কৃতি সন্তান ডা. খন্দকার মোহাইমিনুর রহমান (মেয়র) ২০১৮ সালে উদয়ন ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তিনি বাঘা থানা মোড়ে খন্দকার ডেন্টাল কেয়ার স্থাপন করে দীর্ঘ ৬ বছর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দন্ত সেবা দিয়ে আসছেন। তিনি খন্দকার ডেন্টাল কেয়ারে বিডিএস ডাক্তারের টিম নিয় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন। দিয়ে থাকেন দাঁতের আধুনিক সুচিকিৎসা।
তিনি বুধবার ১লা জানুয়ারি ২০২৫ ইং তারিখে উদয়ন ডেন্টাল কলেজের আউটডোর ইনচার্জ ও মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।