• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মসজিদ ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মসজিদ ইমামের মৃত্যু

মোঃ আবু জাফর মন্ডল গাইবান্ধাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান নামে এক মসজিদের পেশ ইমাম মোটরসাইকেল আরোহীর মৃত্যু সূত্রপাত হয়েছে ।

আজ ৩ রা জানুয়ারী রোজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনার ঘটেছে ।
নিহত জাহিদ হাসান (৩০) পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর পুত্র । এব্যাপারে পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হাফেজ জাহিদ হাসান আজ সকালে তার শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ এর খাম্বার সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যান। ঐ সময় দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ অবস্থানরত এক মসজিদের ইমাম ও আলেমগন ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, এ দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদের ইমামতি করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031