• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

জমে উঠেছে শান্তিবাড়ি’র “ভালো থাকার উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
জমে উঠেছে শান্তিবাড়ি’র “ভালো থাকার উৎসব

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি

শুরু হয়ে গেল নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে দুইদিনব্যাপী “ভালো থাকার উৎসব” বা Celebration of life, season-21 ঐতিহ্যবাহী বাংলা একাডেমি চত্বরজুড়ে এই আয়োজন করা হয়েছে ৩ ও ৪ জানুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার। ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ, নাট্যশিল্পী ও মডেল তানজিকা আমিন, ও পরিচালক ও অভিনেত্রী কুসুম শিকদার।বিশেষ অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। এর পরপরই উৎসর অন্তর্গত দিনব্যাপী আর্ট ক্যাম্প ও ভাস্কর নভো হলে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনও উদ্বোধন হয়। ১০ জন সিনিয়র নারী চিত্রশিল্পীর অংশগ্রহনে দিনব্যাপী অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। আর্টক্যাম্পটি শুক্রবার সারাদিন চলে।আজ শনিবার উৎসবটির শেষ দিন। অন্যদিকে ভাস্কর নভেরা হলে ৩০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। আর্ট এক্সিবিশন চলবে উৎসবের দু’দিনই।

এছাড়াও বাংলা একাডেমির সবুজ প্রাঙ্গন জুড়ে চলছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। এতে প্রায় ৩০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। সেই সাথে অনুষ্ঠিত ৪ যচ্ছে ভেগান ও ভেজিটেরিয়ান খাবার নিয়ে তৈরি স্টলের প্রদর্শনী, যা ডিগান ফেস্ট হিসেবে উদযাপিত হয়ে।

শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের উপস্থিতি ও তত্ত্বাবধানে তিনটি বুথ পরিচালিত হচ্ছে। তিনটি বুখই সকাল থেকে সন্ধ্যা অব্দি খোলা থাকছে এবং এসব বুথে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য চেকিং ও পরামর্শ, আইনি পরামর্শ ও ডায়েট সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচেছ। এছাড়া হেনা আট বুখে এসে হাতে মেহেদীর নকশাও এঁকে নেওয়া যাবে।

এছাড়াও উৎসবের প্রথম দিন ছিল প্রখ্যাত মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদের মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল ইন্টিলজেন্স নিয়ে বিশেষ সেশন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সেশনে বিপুল সংখ্যক উৎসাহী মানুষ অংশ নেন। উৎসবে উন্মুক্ত মঞ্চে ছিল ডিগান ও ভেজিটেরিয়ানদের অংশগ্রহণে একটি বিশেষ টক শপ। এতে দর্শকরাও সরাসরি অংশ নেন। বিকেলে উন্মুক্ত মঞ্চে তরুণদের পছন্দের সর্বনাম ব্যান্ডের পরিবেশনা দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখে।

ভালো থাকার উৎসব শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এ বছর বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এই উৎসব এর সিজন-২ অনুষ্ঠিত হচ্ছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031