• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

যাত্রাবাড়ীর টাইলস্ গার্ডেনে এক্সিলেন্ট সিরামিক গ্রূপের মার্কোপোলো চ্যানেল আউটলেট

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫
যাত্রাবাড়ীর টাইলস্ গার্ডেনে এক্সিলেন্ট সিরামিক গ্রূপের মার্কোপোলো চ্যানেল আউটলেট

ঢাকার যাত্রাবাড়ীর টাইলস্ গার্ডেনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো এক্সিলেন্ট সিরামিক গ্রুপের এক্সক্লুসিভ মার্কোপোলো চ্যানেল আউটলেট। এক্সক্লুসিভ মার্কোপোলো চ্যানেল আউটলেটটি উদ্বোধন করেন এক্সিলেন্ট সিরামিক গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপ্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, হেড অব বিজনেস নাদিম শাকির, হেড অব সেলস্ জি এম কামরুল হাসান, ম্যানেজার আবু বকর ল্যামক এবং টাইলস্ গার্ডেন এর স্বাধিকারী কবির হোসেন খান ও আলি নুর খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এক্সিলেন্ট সিরামিকস গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন বলেন, এক্সিলেন্ট ও মার্কোপলো ব্র্যান্ড কোয়ানটিটি নয় , কোয়ালিটিতে বিশ্বাস করে। ক্রেতাদের কাছে নিত্যনতুন এবং বিশ্বমানের টাইলস ও স্যানিটারি ওয়ার পৌঁছে দেয়ার অতুলনীয় প্রতিশ্রুতি নিয়ে এক্সিলেন্ট সিরামিক কাজ করে যাচ্ছে।

এই শো-রুমের মাধ্যমে গ্রাহকরা এক্সিলেন্ট সিরামিকের বিভিন্ন ধরনের উচ্চমানের আধুনিক ডিজানের টাইলস ও স্যানিটারি পণ্য পাবেন সহজেই।

এক্সিলেন্ট সিরামিক গ্রুপ বাংলাদেশের সিরামিক শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা এবং বৈচিত্র্যময় পণ্যের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031