• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি বিএনপির

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি বিএনপির


গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে দলটি।
বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ, অর্থনীতি এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে। দ্রুত এ অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
জনগণের অধিকার রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়ে
বেনজির আহমেদ টিটো বলেন, “জনগণের অধিকার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বালু উত্তোলন, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো কার্যক্রমে বিএনপি কোনোভাবেই দায় নেবে না।”

স্মারকলিপি জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), এবং সহ-সভাপতি মজনু মিয়া। তারা বলেন, “কালিহাতীর সাধারণ মানুষের সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদৎ হোসাইন জানান,
স্মারকলিপি পেয়েছি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডেজার দিয়ে মাটি কাটা অবৈধ। তাদেরকে আমরা ছেড়ে দিবো না।

উপজেলা বিএনপির আহ্বান, কালিহাতীর সর্বস্তরের নাগরিকদের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031