বগুড়া- ঢাকা বিশ্বরোড সংলগ্ন গ্রাম ইটালী। ইটালী গ্রাম বগুড়া জেলায় অন্তর্গত শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত। এই গ্রামের পথ ধরে পূর্ব দিকে গেলে ১ কিলোমিটারের কম দুরত্বে করতোয়া নদী । করতোয়া নদী পার হলেই সীমাবাড়ি ইউনিয়ন ও সুঘাট ইউনিয়ন। বহুদিন ধরে এই তিন ইউনিয়নের জনগণ একটি ব্রীজের দাবী করে আসছে কিন্তু ব্রিজ তো আর ছেলের হাতের মোয়া না যে, দোকান থেকে কিনে আনবে ! তাই এলাকার জনগণ নিজেদের বাঁশ সংগ্রহ করে ব্রীজ তৈরী করে থাকে। কিন্তু এ ব্রীজের স্থায়ীত্বকাল মাত্র ১ বছর হয়ে থাকে। তারপরে বাঁশ পরিনত হয় শুকনা খড়ি। এবার 2024 এর গণঅভ্যুত্থানের পর সেখানে সিমেন্টের খুটি ব্যবহার করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।
রবিবার ( ১২ জানুয়ারী) সকালে ব্রীজ উদ্যোক্তা মোঃ আজাহার আলী জামায়াত ইসলামের কয়েকজন নেতার কাছে এ ব্যাপারে জানান। মোঃ আজাহার আলী ৫নং ওয়ার্ড বিএনপির একজন সদস্য। জামায়াত ইসলামের তিন নেতা হলেন, খলিলূর রহমান, মিশকাত ও জাকির হোসেন আলাল। তারা জামায়াতের আমীর আলহাজ্ব দবিবুর রহমানের সাথে মোবাইলে কথা বলেন এবং তিনি ৪৬টি খুটির ব্যবস্থা করে দিবেন বলে জানিয়েছেন।
উক্ত ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত । পতিত সরকারের নেতৃবৃন্দ বেশ কয়েকবার ব্রীজ পরিদর্শণ করেছেন এবং জানা গেছে এই ব্রীজের কথা বলে অনেকে ভোট নিয়ে বিজয়ী হয়েছেন। কিন্তু বারবার এলাকার জনগণ ধোকা খেয়েছেন। দেশের সকল রাজনৈতিক দল মিলে সরকারীভাবে এই ব্রীজটি করবেন বলে জানিয়েছেন এলাকার জণসাধারণ।