উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রবীন্দ্র গবেষক, সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, আমিনুল ইসলাম বেদু আর নেই। আজ রবিবার ভোর ৫টায় রাজধানীর উত্তরা লুবানা হাসপাতাল ভোর ৫টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের লাশ বারডেম হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। তাঁর দুই মেয়ে বিদেশ থেকে আসার পর মরহুমের প্রথম নামাজে জানাজা আগামী বুধবার উত্তরা ৫নং সেক্টরের জামে মসজিদ প্রাঙ্গণে এবং জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, উওরা মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান, আমিনুল ইসলাম বেদু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম আমিনুল ইসলাম বেদু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক ও বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা প্রকাশক ও প্রকাশক ছিলেন। এছাড়া তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, রবীন্দ্র একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের উপদেষ্টা, উত্তরা সোসাইটির প্রতিষ্ঠাতা আহবায়ক, উত্তরা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা।
দেশের এই খ্যাতিমান সাহিত্যিক সাংবাদিককে হারিয়ে জাতি আজ শোকের সাগরে ভাসছে।