অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা গেছে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় বুধবার (১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। ইতিমধ্যে বন বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই মাংস উদ্ধার করা হয়। এ সকল অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে বন মামলায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ অভিযান চলমান রয়েছে।