• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ টফি’তে দেখুন বিনামূল্যে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ টফি’তে দেখুন বিনামূল্যে

বিশ্বকাপের সকল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে এই এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে

দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলার বাঘিনীরা। ইতোমধ্যে দেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সারা দেশের ক্রিকেটপ্রেমীরা মালয়েশিয়ায় হতে যাওয়া আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিশ্বকাপের টান টান উত্তেজনাময় একটি মুহূর্তও যেন ভক্তরা মিস না করে, সেজন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি বিনামূল্যে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ সম্প্রচার (স্ট্রিমিং) করবে।

আজ ১৮ জানুয়ারী ২০২৫ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। সকল ম্যাচ টফিতে (এক্সক্লুসিভলি) সম্প্রচারিত হবে।

বাংলাদেশের নারী ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সিনিয়র দলের ঝুলিতে ইতোমধ্যেই অনেক সাফল্য যুক্ত হয়েছে। এবার আগামী দিনের চ্যাম্পিয়নদের (অনূর্ধ্ব-১৯ দল) আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করার পালা। এই বিশ্বকাপ ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের অনবদ্য পারফরম্যান্স দেখার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। দেশবাসীর জন্য সকল ম্যাচ বিনামূল্যে স্ট্রিমিং করবে টফি।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বিশ্বমানের বিনোদন সবার দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। বাংলাদেশের বাঘিনীরা এগিয়ে যাচ্ছে; তাদের এই অগ্রযাত্রার সহযোগী হতে আমরা আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবো। ক্রিকেট ফ্যানরা টফিতে বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। এই উদ্যোগ ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। সারা দেশের ভক্তরা যেন এই উদযাপনে অংশগ্রহণ করতে পারে এজন্য এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা। আসুন আমরা সবাই মিলে আমাদের বাঘিনীদের এই বিশ্বকাপ যাত্রায় উৎসাহ প্রদান করি। আমাদের বাঘিনীদের জন্য শুভকামনা।”

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক দেশের মানুষের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ‘ডিজিটাল ফর অল’ লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে ডিজিটাল সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের সেবার পোর্টফোলিওতে রয়েছে: টেলকো-অ্যাগনোস্টিক সুপার অ্যাপ মাইবিএল, বিনোদন প্ল্যাটফর্ম টফি ও দেশের প্রথম এআই-নির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্যাকেজ রাইজ। নাসডাকের তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলালিংক উদ্ভাবন ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ আগামী নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031