অদ্য বিকাল ০৪:০০ ঘটিকায় নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের পক্ষে জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ). নোয়াখালী’র সভাপতিত্বে নোয়াখালী ট্রাফিক পুলিশের আইন-শৃঙ্খলা এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়, ট্রাফিক আইন কার্যকরীভাবে প্রয়োগ, সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ, নোয়াখালী ট্রাফিক বিভাগকে আরও কার্যকরীভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।সভায় আরো উপস্থিত ছিলেন জনাব পুলক চাকমা, টিআই, এডমিন, নোয়াখালীসহ ট্রাফিক বিভাগের অফিসার ও ফোর্সবৃন্দ।