• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি :: গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করণের দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপরে উপজেলা চৌমুহনা চত্বরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতার সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম, নমিতা সিনহা, গৌরী রানী কৈরী, পারুল কোরাইয়া, কৃষ্ণা কায়িস্ত, নির্জনা আক্তার হেনা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাস্তবতায় কোন কোন সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছে। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবী রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্কিপারও নারী। বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রুত এই দাবী পুরণের দাবী জানানো হয়।
মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

জুয়েল আহমেদ জুলি / দৈনিক হাকালুকি

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031