• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

ওভার দ্যা ওয়াল সিজন ৩ শুরু করছে ম্যারিকো বাংলাদেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪
ওভার দ্যা ওয়াল সিজন ৩ শুরু করছে ম্যারিকো বাংলাদেশ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’ এর সিজন থ্রি আয়োজনের ঘোষণা দিয়েছে। ‘বিয়ন্ড দ্য বাউন্ডারিজ’ থিমকে সামনে রেখে তরুণদের মাঝে উদ্ভাবনী সৃজনশীলতা ও উদ্যোগী মনোভাব তৈরির লক্ষ্যে ‘ওভার দ্য ওয়াল’ আয়োজন করা হয়, যার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অর্থ পুরস্কার এবং আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পেয়ে থাকে।

বিগত সিজনগুলোর সাফল্যের ধারাবাহিকতায়, ওভার দ্য ওয়াল সিজন থ্রি শুরু হয়েছে। এর মাধ্যমে ম্যারিকো বাংলাদেশ তরুণদের সৃজনশীল চিন্তা করতে, নিজের পূর্ণ সম্ভবনাকে কাজে লাগাতে এবং উদ্ভাবনী ও উদ্যোগী মনোভাব তুলে ধরতে উৎসাহিত করছে। গত সিজনে ৪,২০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এবং বিজয়ী দল আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পেয়ে থাকে, যা দেশের ইতিহাসে প্রথম। এ বছর, সারা দেশ থেকে ৫,০০০ জন এরও বেশি অংশগ্রহণকারী ওভার দ্য ওয়াল সিজন থ্রি -এর জন্য নিবন্ধিত হয়েছে, যা এ প্রতিযোগিতার জন্য নতুন একটি মাইলফলক |

মারিকো বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কে এম সাব্বির বলেন, “ম্যারিকো বাংলাদেশ তরুণদের মাঝে উদ্ভাবনমুখী ও উদ্যোগী মনোভাব তৈরির মাধ্যমে আগামী প্রজন্মের নেতৃত্বকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করায় বিশ্বাসী। আমাদের লক্ষ্য হচ্ছে ‘ওভার দ্য ওয়াল’ প্রোগ্রামের মাধ্যমে তরুণদেরকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করা। এই আয়োজনের তৃতীয় সিজন শুরু করতে পেরে আমরা ভীষণ আনন্দিত এবং এই আয়োজনের মাধ্যমে তরুণদের কাছথেকে উঠে আসা অভিনব সব আইডিয়া দেখতে আশাবাদী।’’

এবারের সিজনে প্রতিযোগীদের প্রথাগত ধারার বাইরে গিয়ে ভাবার ও অসামান্য সব সৃজনশীল আইডিয়া তুলে ধরার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে প্রতিযোগিতার পুরো সময় জুড়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের টিম এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এক্সক্লুসিভ কোচিং ও মেন্টরশিপ প্রদান করবেন।

গ্র্যান্ড ফিনালেতে ফাইনালিস্টরা তাদের ব্যবসায়িক মডেলগুলো এক্সপার্ট প্যানেলের সামনে উপস্থাপন করবে। এদের মধ্য থেকে বিজয়ী দল পাবে আন্তর্জাতিক এর ইন্টার্নশিপ সুযোগ এবং শীর্ষ তিনটি দলের জন্য থাকছে অর্থ পুরস্কার ।

এই প্রতিযোগিতাটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যেকোনো বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এবং একইসাথে এই অনন্য যাত্রায় অংশ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031