• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড়দের বিমান বাহিনীর সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড়দের বিমান বাহিনীর সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান

বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড়দের অসামান্য অর্জন এবং তাদের মনোবল উত্তরোত্তর বৃদ্ধি করার লক্ষ্যে গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে বিমান বাহিনী সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমান বাহিনীর ক্রীড়া দলসমূহকে সংবর্ধনা প্রদান করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো ‘বিজয় দিবস হকি টুর্নামেন্ট-২০২৪’ এ বিমান বাহিনীর হকি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যা জাতীয় পর্যায়েও প্রথম। বাংলাদেশ বিমান বাহিনী আর্চারী দল প্রথমবারের মত ‘আর্চারী লীগ-২০২৪’ এ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর কাবাডি, ভলিবল এবং বাস্কেটবল দলসমূহও নিজ নিজ অবস্থান থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে রেখেছে কৃতিত্বের স্বাক্ষর। উপহার দিয়েছে স্মরণীয় একাধিক মুহুর্ত। নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে পাওয়া কিংবা জোয়ার আসার নেপথ্যে রয়েছে সঠিক পরিকল্পনা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, টিমওয়ার্ক আর শৃঙ্খলা। বিমান বাহিনী ভলিবল দল ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ-২০২৪’ এ রানার আপ, বিমান বাহিনী বাস্কেটবল দল ‘বিজয় দিবস কাপ-২০২৪’ এ রানার আপ এবং বিমান বাহিনী কাবাডি দল ‘ বিজয় দিবস কাপ-২০২৪’ প্রতিযোগীতায় রানার আপ হওয়ায় গৌরব অর্জন করেছে যা বিমান বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031