• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই: জাসদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই: জাসদ



জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকারী কমিটি আজ ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই। জাসদের বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের অপচেষ্টা চালালে দেশে রাজনৈতিক বিরোধ, বিভক্তি, বিভাজন, উত্তেজনা তীব্রতর হবে এবং দেশ দীর্ঘ মেয়াদি গভীর রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে নিপতিত হবে। জাসদের বিবৃতিতে বলা হয়, চিহ্নিত ও আত্মস্বীকৃত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে তুষ্ট করতেই অন্তর্বর্তীকালীন সরকার, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত ও ৩০লক্ষ শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের অপপ্রায়স পেয়েছে। জাসদের বিৃতিতে, মহান মুক্তিযুদ্ধের মধ্যমে মীমাংসিত বিষয়সমূহকে অমিমাংসিত করার সকল অপপ্রায়স রুখে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031