বিএএফ লেডিস ক্লাব তেজগাঁও এবং কুর্মিটোলা কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৫
বিএএফ লেডিস ক্লাব তেজগাঁও এবং কুর্মিটোলা কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৫
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর অভ্যন্তরে নব নির্মিত ব্লু স্কাই স্কুল সংলগ্ন ‘Garden by the Runway’ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ঢাকা এলাকায় বসবাসরত সকল কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে বিএএফ লেডিস ক্লাব এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেন্স ক্লাব আয়োজিত এবারের বনভোজনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন। বিএএফ লেডিস ক্লাব এন্ড চিলড্রেনস ক্লাব এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন প্রধানগণ স্বপত্নীক আমন্ত্রিত ছিলেন। এছাড়াও অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ আমন্ত্রিত ছিলেন।
উক্ত বনভোজনে লেডিস ক্লাব কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টাবৃন্দ, সহকারী বিমান বাহিনী প্রধানগণ, লেডিস ক্লাব আঞ্চলিক শাখা তেজগাঁও ও কুর্মিটোলার সভানেত্রীদ্বয়, বিমান বাহিনী ঘাঁটি বাশার ও কুর্মিটোলার এয়ার অধিনায়কদ্বয় এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেন্স ক্লাব, ঢাকা এলাকার সকল সদস্য উপস্থিত ছিলেন।