মো:রমিজ আলী,সীতাকুণ্ড,(চট্টগ্রাম)
সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি কৃতিক আয়োজিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে রাইজিং স্টার আলেকদিয়া একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে, সিজি জুনিয়র মুরাদপুর একাদশ।
শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় সিজি জুনিয়র মুরাদপুর একাদশে’র কাছে ১-০ গোলে পরাজিত হয় রাইজিং স্টার আলেকদিয়া একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন,সিজি জুনিয়র মুরাদপুর একাদশের গোলরক্ষক জাবেদ (২৩নং জার্সি)। শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট। সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০৪ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন,বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব,চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।
শুক্রবার বিকাল ৩:৩০টায় ঐতিহাসিক কুমিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য মো:জানে আলম বাবুল মেম্বার।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা ০-০ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১-০ শূন্য গোলে খেলার নিধারিত সময় শেষ হয়। পরবর্তীতে খেলায় সিজি জুনিয়র মুরাদপুর একাদশ ১-০ গোলে রাইজিং স্টার আলেকদিয়া একাদশকে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেন।খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও আর কোন গোল করতে পারেনি দুই দলই। এ খেলায় জয় নিয়ে সিজি জুনিয়র মুরাদপুর একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূন্য হয়।
সিজি জুনিয়র মুরাদপুর
একাদশ : জাবেদ (গোলরক্ষক+অধিনায়ক) আতিক, নয়ন,আসিফ,সাইফুল,সাহাজান,সোহেল, জাবেদ,জাকির,রাকিব,রাকিব,ইসমাইল,আতিক,বাবু।