সিলেট জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে শনিবার
(২১-ডিসেম্বর) ২০২৪ ইং অনুষ্ঠিত সিলেট বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসার-ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয়। কল্যাণ সভায় পুলিশের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান , সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা মহোদয় এবং সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয় এবং অন্যান্য ইউনিটের ইউনিট প্রধানগণসহ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।