প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার ১৯ নভেম্বর ২০২৪ সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। স্কুল প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি পাস করেন। তিনি স্কুল সংলগ্ন লঞ্চঘাটও পরিদর্শন করেন।
উপদেষ্টা বলেন, আমার শৈশবের একটি বড় সময় এ স্কুলে কেটেছে। শৈশবের স্মৃতি স্বর্গের মতো। এ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। এখান থেকে এসএসসি পাস করেছি। অনেক চ্যাঞ্জ হয়েছে। কাঠের ব্লকগুলো ঐতিহ্যবাহী। এগুলো সংরক্ষণ করা উচিত। তিনি বাবর আলী স্যারের প্রশংসা করেন। বাবর আলী স্যার ইংল্যান্ড থেকে লেখাপড়া করে এ স্কুলের দায়িত্ব নেন। সেটি ছিল গৌরব উজ্জ্বল সময়। সেসময় সবধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা হতো। দেয়ালিকা ও ম্যাগাজিন বের হতো। সেই দেয়ালিকার লেখা দেয়ার মাধ্যমে লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি। লেখাপড়ার পাশাপাশি প্রতিভা বিকাশ উন্মুক্ত করা দরকার। চর্চা অব্যাহত রাখা দরকার। ঐতিহ্যবাহী স্কুল ঐতিহ্য ধরে রাখুক-এটা তার আশাবাদ।