• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

সেভেন স্টারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরহুম আনিসুল হক স্মৃতি একাদশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫
সেভেন স্টারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরহুম আনিসুল হক স্মৃতি একাদশ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড,(চট্টগ্রাম)

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি কৃতিক আয়োজিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে সেভেন স্টার একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে, মরহুম আনিসুল হক স্মৃতি একাদশ।
বুধবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় মরহুম আনিসুল হক স্মৃতি একাদশে’র কাছে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত হয় সেভেন স্টার একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, মরহুম আনিসুল হক স্মৃতি একাদশের গোলরক্ষক সাদিন (২২নং জার্সি)। শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট। সীতাকুণ্ডের উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০৪ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন, বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব,চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

বুধবার বিকাল ৩ টায় ঐতিহাসিক কুমিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাবুদ্দিন।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা গোল শূণ্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের গোল শূন্যভাবে খেলার নিধারিত সৃয় শেস হয়। পরবর্তীতে খেলা ট্রাক বেকারে এগিয়ে যায়।ট্রাই বেকারে মরহুম আনিসুল হক স্মৃতি একাদশ ৪-৩ গোলে সেভেন স্টার একাদশকে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেন।খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও আর কোন গোল করতে পারেনি। এ খেলায় জয় নিয়ে মরহুম আনিসুল হক স্মৃতি একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূন্য হয়।

মরহুম আনিসুল হক স্মৃতি একাদশ : সাদিন (গোলরক্ষক), শাহাদাত (অধিনায়ক), আশিষ,আকিব,আলমগীর, আরমান,মফিজ, সাদমান,সবুজ,অজয়,রিফাত সৌরভ, রিয়াজ,মনিক,মুন্না সামিম,।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031