‘স্ট্রেন্থেনিং লোকাল-গ্লোবাল সিনার্জিজস ইন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক ট্রেড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘স্ট্রেন্থেনিং লোকাল-গ্লোবাল সিনার্জিজস ইন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক ট্রেড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫
২০৩০ সালের মধ্যে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাওয়া উচিত।
কারখানার সবুজায়নে সর্বাধিক নজর দিতে হবে।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ১৫-১৮ জানুয়ারি, চার দিনব্যাপী চলছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ – উইনটার এডিশন। একইসাথে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫।
প্রদর্শনী চলাকালীন ১৭ জানুয়ারি বিকাল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত দ্যা ডেইলি সানের সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘স্ট্রেন্থেনিং লোকাল-গ্লোবাল সিনার্জিজস ইন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক ট্রেড’ শীর্ষক সেমিনার। সেমিনার পরিচালনা করেন ডেইলি সানের ডেপুটি এডিটর বায়েজিদ মিল্কি। সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী, উপ-উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি; এ. কে. এম সাইফুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজিং অ্যাসোসিয়েশন (বিজিবিএ); আমের সেলিম, বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত গ্রিন গার্মেন্টস কারখানা নিট এশিয়া লিমিটেডের পরিচালক; মোহাম্মদ সোহেল, ব্যবস্থাপনা পরিচালক, বাংলা পোশাক লিমিটেড এবং মোহাম্মদ মাসুদ কবির, ব্যবস্থাপনা পরিচালক, মোটেক্স ফ্যাশন। সেমিনারে বিভিন্ন সেক্টরের শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন। বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাওয়া উচিত। গার্মেন্টস সাসটেইনেবিলিটির চেয়ে ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটির ওপর বক্তারা জোর দেন। প্রতিটি কারখানা সবুজ করা উচিত, জমি কেনা থেকে শুরু করে পণ্য প্রস্তুত করা পর্যন্ত তথা কারখানার সবুজায়নে সর্বাধিক নজর দিতে হবে বলেও বক্তারা অভিমত পোষণ করেন। উল্লেখ্য, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে ১৫-১৮ জানুয়ারি ২০২৫ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী চলবে। প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে।