রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শরিফুল ইসলাম (৪৫) ও ২। মোঃ আরিফুল ইসলাম (৪০)।
রবিবার (০৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) বেলা ১১:৪৫ ঘটিকায় ওয়ারী থানার অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, ওয়ারী থানার অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারী থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা।
সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা কৌশলে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।